আখাউড়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৮:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. জহিরুল হক নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ আরো চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার রাত সোয়া ৯টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের প্রেসিডেন্ট সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহির উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের জমসিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আখাউড়া পৌরশহর থেকে একটি সিএনজি অটোরিকশা গাজির বাজারে যাচ্ছিল। পথে প্রেসিডেন্ট সড়ক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা (ওয়াজ মাহফিলের প্রধান বক্তাকে স্বাগত জানাতে আসা) বহরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিএনজি আরোহী জহিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহী নাঈমুল, সবুজ এবং সিএনজি যাত্রী আলফু খন্দকার ও হামদু খন্দকারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানার ওসি বলেন, এ ব্যাপারে কেউ থানায় অবগত বা অভিযোগ দেয়নি। তবে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :