নরসিংদীতে বন্ধুর গুলিতে স্কুলছাত্র জখম

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:২২ | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৯:২০

প্রকাশ্য দিনে-দুপুরে ইফতি (১৫) নামে এক স্কুলছাত্র বন্ধুদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা শহরের প্রধান ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।

একই শহরের রাঙ্গামাটিয়া মহল্লার ইকবাল কবিরের ছেলে আল-জামিউল কবির ইফতি ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একই স্কুলের ছাত্র বিন্দু সিয়াম ও হিমেল রায়ের সাথে ইফতির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জের ধরে বিন্দু সিয়াম ও হিমেল ইফতিকে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে আসছিল।

দুপুর পৌনে ১টার দিকে ইফতি চিঠি পোস্ট করার জন্য নরসিংদীর প্রধান ডাকঘরে গেলে উঁৎ পেতে থাকা বিন্দু সিয়াম ও হিমেল তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ইফতি বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করলে তারা পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :