বাণিজ্য যুদ্ধ শুরু করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৮, ১১:২০

বিভিন্ন দেশ ও নিজ দলের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশের ফলে যুক্তরাষ্ট্রে ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। তবে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোকে এর বাইরে রাখা হয়েছে।

ট্রাম্প বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশে সইয়ের পর বলেছেন, ‘আমি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষা করছি।’ এতদিন যে প্রক্রিয়া চলছিল তার মাধ্যমে মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পের ওপর আঘাত করা হচ্ছিল বলে তিনি মন্তব্য করেন। ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারক দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি শুল্ক দিতে না চান তাহলে আপনাদের কারখানাগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসুন।

শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির অনেক নেতা এর বিরোধিতা করেছেন। এছাড়া চীন ও ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, তারা এ বিষয়ে উপযুক্ত জবাব দেয়ার কথা ভাবছে।

চীন বলেছে, এর ফলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করলে এর উপযুক্ত জবাব দেবে বেইজিং।

বিশ্লেষকরা বলছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্প আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত আনুষ্ঠানিকভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/৯মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরান-ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে: এরদোয়ান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :