বঙ্গবন্ধুর বক্তব্য পড়ুন: আ.লীগকে জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:১৪ | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৮, ১৬:০২
ফাইল ছবি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুশি হতেন না বলে মনে করেন বিএনপিপন্থী জাফরুল্লাহ চৌধুরী। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বক্তব্যগুলো আবার পড়তে আওয়ামী লীগ নেতাদের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ।

দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

৭ মার্চের ভাষণের কথা ‍তুলে ধরে জাফরুল্লাহ বলেন, ‘শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মর্মকথা কি? দুঃশাসনের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে।’

‘বঙ্গবন্ধু কবরে কী ভাবছেন? সোনার বাংলায় এই চিত্র দেখছেন ওনি কি আজকে আনন্দে আছেন? আওয়ামী লীগ সরকারকে একটাই অনুরোধ করছি। বঙ্গবন্ধুর বক্তব্যগুলো পুনরায় পড়ুন।’

বিএনপিকে সরকার কথা বলার সুযোগ দিচ্ছে না দাবি করে জাফরুল্লাহ বলেন, ‘আজকে আপনারা (সরকার) যেটা করছেন সেটা ভুল পথ। সঠিক পথে আসেন। সুষ্ঠু নির্বাচনের পথে আসেন। তারপরে ভালো খেলে হারার মধ্যে কোনো অপমান নেই। ফাউল করে খেলে জিতলে সেই খেলার কোনো গৌরব নাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সাহায্য করেন।’

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। আওয়ামী লীগের রাজনীতিকে উশৃঙ্খল দাবি করে তিনি বলেন, ‘সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে ভীতি সন্ত্রস্ত। এ কারণেই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে জনগণকে ভয় দেখিয়ে ক্ষমতা দখল, অব্যাহতভাবে ধরে রাখা।’

খালেদা জিয়া আজকে কী কারণে জেলে তা জনগণ এমনকি বিশ্ববাসীও ভালো করে জানে মন্তব্য করে খসরু বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই কোটি টাকার বিচার করছেন? দুই লক্ষ কোটি টাকা যে প্রশ্নবিদ্ধ তার উত্তর কে দেবে।’

‘এগুলোর উত্তর দিতে হবে বলেই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আপনারা (সরকার) জনগণকে বাইরে রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তবে এই চেষ্টা ব্যর্থ হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদের সভাপতিত্বে সংগঠনের সকল নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৯মার্চ/এনআই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :