বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করলেন নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৮, ২৩:০৮

রাজনৈতিক হয়রানির জন্য গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ নাকচ করে তাদের গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করলেন নৌমন্ত্রী শাজাহান খান। বলেছেন, বিএনপি তাদের কর্মসূচির নামে গণতন্ত্রের আন্দোলনের নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে।

শুক্রবার সকালে মাদারীপুর শহরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এলজিইডি ২ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স করছে।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই। সরকার কখনই বিএনপির ওপরে হয়রানি করছে না। রাজনৈতিক উদ্দেশে বিএনপি এ অভিযোগ তুলেছে।’

অনুষ্ঠানে নৌমন্ত্রী আরো বলেন, আইনের বিধান রয়েছে, কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাঁদের পুলিশ গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তারকৃত আসামিরা এখন আইনের মাধ্যমে জামিন নিয়ে আবার ফিরে আসবে।

বিএনপির ক্ষমতায় থাকার সময়ের কথা উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পুলিশ দিয়ে পিটিয়েছিল। আমাদের ওপর পুলিশ হয়রানি করেছিল। নারী নেতাদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে পুলিশ রাস্তায় নির্মমভাবে পিটিয়েছিল।’

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর চেয়ারম্যান নুর-ই আলম চৌধুরীসহ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এর আগে সকাল ৯টায় মাদারীপুর চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। এই শান্তি রক্ষার জন্য, দেশের উন্নয়নের স্বার্থে আমরা রাজনীতির স্থিতিশীলতা সৃষ্টি করতে চাই। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে বিএনপি বিগত দিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমাদের আশংকা হলো বিএনপি আন্দোলনের নামে আবার নাশকতা শুরু করতে পারে। সেজন্য আমাদের সর্তক থাকতে হবে।’

শাজাহান খান বলেন, বিএনপি’র অবশ্যই অধিকার আছে রাজনীতি করার। তাদের গণতান্ত্রিক অধিকার আছে। আর সেই কারণেই আজ তারা মিছিল করতে পারছে। মানববন্ধন করতে পারছে। তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকা- চালাতে পারছে। টকশোতে কথা বলতে পারছে। সভা করতে পারছে।’

মাদারীপুর চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বদিউজ্জামন খানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :