চাকা ফেটে ভটভটিকে বাসের ধাক্কা, নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৭:১৬ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১১:১৪

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকালে উপজেলার সরকার তেলের পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ি শিল্পী হোটেলের মালিকের ছেলে পলাশ ঢাকাটাইমসকে জানান, সকালে বগুড়া থেকে এস এন ট্রাভেলসের একটি বাস রংপুর যাচ্ছিল। পলাশবাড়ির সরকার তেলের পাম্পের কাছে আসার পর বাসটির একটি চাকা ফেটে যায়। এতে যানটি পাশে থাকা একটি ভটভটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন ১২ জনের মতো।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজন হলেন নির্মাণ শ্রমিক জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫) ও রাজু মিয়া (২৮)। আরেকজনের পরিচয় জানা যায়নি। এরা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঢাকাটাইমসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :