পলাশবাড়িতে ট্রাক উল্টে নিহত ৭

জাভেদ হোসেন, গাইবান্ধা প্রতিনিধি
| আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৮:৩৮ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১২:৩০

বাসের চাকা ফেটে তিনজন নিহতের রেশ কাটতে না কাটতেই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১১টার পরে উপজেলার জুনদহ নামক এলাকায় রোডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার দিক থেকে একটি রডবোঝাই ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটির উপরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পলাশবাড়ি উপজেলার জুনদহ নামক এলাকায় আসার পর যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের একটি নিচু জমিতে উল্টে গেলে ঘটনাস্থলে সাতজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমও। ঢাকাটাইমসকে ওসি জানান, বেশ কয়েকজন মারা গেছেন বলে শুনেছি। হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ঢাকাটাইমস/১০মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :