চলচ্চিত্র নির্মাণে নিজেকে প্রতিষ্ঠা করতে চান ফারজানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৩:৫৭

নারী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনকে পর্দায় তুলে ধরতে চান সায়মা ফারজানা। এ লক্ষ্যে তিনি প্রস্তুতিও নিচ্ছেন গুছিয়ে। সম্প্রতি তিনি লাভ করেছেন ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ২০১৭’ এর শ্রেষ্ঠ নির্মাতা পুরস্কার। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও ব্রাক ইউনিভার্সিটি যৌথভাবে এই পুরস্কার প্রদান করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে স্নাতক ফারজানা বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। নারীকেন্দ্রীক চলচ্চিত্র নির্মাণে উৎসাহী হয়ে তিনি ইতোমধ্যে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নিপীড়িত নারীদের জীবন পর্দায় তুলে ধরা তার লক্ষ্য।

ব্লাস্ট ও ব্রাকের যৌথ উদ্যোগে পুরস্কার লাভ এবং তার নির্মিত চলচ্চিত্রটি প্রশংসিত হওয়ায় বিভাগের সকল শিক্ষক ও সহপাঠীদের কাছে কৃতজ্ঞ ফারজানা জানান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ থেকে পাওয়া শিক্ষা ও উৎসাহ চলচ্চিত্র নির্মাণে তার পাথেয়।

ঢাকাটাইমস/১০মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :