গ্রামীণ ইউনিক্লোর পোশাক এখন অনলাইনে

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৬:৪৫

উন্নত বিশ্বের মতো বাংলাদেশের কর্মব্যস্ত মানুষেরাও ঘরে বসে পণ্য পাওয়ার সুবিধাকে স্বাগত জানিয়েছে। অনলাইনে শপিংয়ের সুবিধা আর্বিভূত হয়েছে এক ধরনের আশীর্বাদ হিসেবে। এরই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো চালু করতে যাচ্ছে তাদের অনলাইন সেবা। ৯ মার্চ থেকে গ্রামীন ইউনিক্লোর পোশাক www.grameenuniqlo.com এই ঠিকানা থেকে কেনাকাটা করতে পারবেন।

লোকেশন যেখানেই হোক সব ক্রেতাদেরকে সমান বিবেচনা করে গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশের যে কোন স্থানে ৭৫ টাকায় ডেলিভারি করবে যা উদ্বোধন উপলক্ষ্যে প্রথম ৭ দিন ফ্রি ডেলিভারি দেওয়া হবে। দিনে রাতে ২৪ ঘন্টায় যেকোন সময় ক্রেতারা অর্ডার করা যাবে। ফেসবুক থেকেও অর্ডার দেওয়া যাবে।

অনলাইন শপের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন পোশাকে দেওয়া হচ্ছে ছাড়।

জাপান তথা এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইউনিক্লো বাংলাদেশে ২০১৩ সাল থেকে গ্রামীণ ইউনিক্লো নামে ব্যবসা শুরু করে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা