আখাউড়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৬:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় ফেনসিডিল ও স্কাফ সিরাপসহ আব্দুল মালেক নামে এক মাদক বিক্রেতাক আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি টহল দল পৌরশহরের মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়ায় ফেনসিডিলসহ ইয়াবা বিক্রি করে আসছেন আব্দুল মালেক, এমন গোপন খবরের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় আব্দুল মালেককে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার ঘরে তল্লাশি আলমিরাতে লুকিয়ে রাখা ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত আব্দুল মালেক মসজিদ পাড়ায় ভাড়া বাসা নিয়ে মমাদক বিক্রি করে আসছিলেন বলে র‌্যাব জানিয়েছে।

ভৈরব র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।আটককৃত আসামিকে মাদক মামলায় আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :