সাদা পোশাকে অস্ত্র উঁচিয়ে গ্রেপ্তার করছে পুলিশ: জয়নুল

নিজস্ব প্র‌তি‌কেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৮, ১৮:৫৫
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে পুলিশ সাদা পাশাকে ও অস্ত্র উঁচিয়ে অনেককে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের বার্ষিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের আদেশের উদ্ধৃতি দিয়ে জয়নুল আবেদীন বলেন, পুলিশ সিভিল ড্রেসে (সাদা পোশাক) কাউকে গ্রেপ্তার করতে পারবে না এটি সুপ্রিম কোর্টের আদেশ। কিন্তু আদালতের রায় অমান্য করে গ্রেপ্তার করা হচ্ছে।।

মাসদার হোসেন মামলার মূল স্পিরিট থেকে সুপ্রিম কোর্টকে দূরে সরিয়ে রাখা হয়েছে অভিযোগ করে জয়নুল আবেদীন বলেন, ‘সম্প্রতি দেশে আদালতের রায় আমান্য করে সিভিল ড্রেসে অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।’

জয়নুল আবেদীন বলেন, নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা মানুষের কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে; কিন্তু বাস্তবে তা করে না।’

মাসদার হোসেন মামলার সঙ্গে বিচারিক আদালতের জজদের চাকরি শৃঙ্খলাসংক্রান্ত সরকারি গেজেটে অনেক অসংগতি রয়েছে বলেও দাবি করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। এই দুটি মিলিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিলিয়ে দেখুন। কত অসংগতি রয়েছে গেজেটে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আকতার উল ইসলাম। সারা দেশ থেকে আসা আইনজীবীরা অংশ নেন সম্মেলনে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমএ‌বি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :