যে আফসোসে পুড়ছেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ১০:৩৮ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১০:১৭

শনিবার প্রেমাদাসায় টি-টোয়েন্টিতে সবচেয়ে গৌরবময় জয় অর্জন করে বাংলাদেশ। ২১৫ রানের পাহাড় সমান টার্গেট টপকে জয়ের এমন দিনে পাশে নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাস গড়ার এই জয়ে একসঙ্গে উদযাপন করতে না পারায় আক্ষেপে পুড়ছেন এই তারকা।

ঘরের মাঠে শেষ হওয়া সিরিজ থেকে শুরু করে টানা হারের বৃত্তে আটকে ছিলো বাংলাদেশ। এই করুণ পরিস্থিতিতে চোটের জন্য দলে নেই দেশ সেরা তারকা এবং অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটে পড়ে এখনো জাতীয় দলে ফিরতে পারেনি এই তারকা। নিদহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে সতীর্থদের সমার্থন যোগাতে শ্রীলঙ্কায় যান নিয়মিত অধিনায়ক সাকিব। সেখান থেকে আঙ্গুলের চোটের চিকিৎসার জন্য তাকে চলে যেতে হয় অস্ট্রেলিয়াতে।

অস্ট্রেলিয়া যাওয়ার দুই দিন পর দলে এমন দুর্দান্ত জয় দেখতে হলো দূর থেকেই বসে। তাতে আফসোস পোড়াচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ায় দলকে শুভ কামনা জানান সাকিব।

নিজের আক্ষেপে এবং দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেন,‘অভিনন্দন আমার টিমকে এই রেকর্ড গড়া স্কোর তাড়া করার জন্য। আগামী ম্যাচগুলোর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। একসাথে সেলিব্রেট করার মুহূর্তটুকু খুব মিস করছি। যাই হোক, বিশাল এই জয় আগামী দিনগুলোতে আমাদের উৎসাহ যোগাবে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রান তাড়া করে জয়ের দিক থেকে বাংলাদেশের এই জয় চতুর্থ। এই তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে সবার উপরে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশের পেছনে।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :