ধর্ষণচেষ্টা: রাজশাহীতে অধ্যক্ষের শাস্তি দাবিতে অবরোধ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৩:৩৪

ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত কলেজ অধ্যক্ষ জহুরুল আলম রিপনের শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তিনি মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট নামের একটি কলেজের অধ্যক্ষ। বর্তমানে এ অভিযোগে কারাবন্দি রয়েছেন।

অধ্যক্ষের শাস্তি দাবিতে রবিবার কাপাশিয়া এলাকায় মানববন্ধন শেষে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা অধ্যক্ষ রিপনের কুশপুতুল দাহ করেন। তাদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাটাখালি থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

অধ্যক্ষ রিপনের বিরুদ্ধে তার কলেজের স্কুল শাখার নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ নিয়ে থানায় মামলা হলে কয়েকদিন আগে পুলিশ ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/আরআর/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :