রাজশাহীতে বাড়ছে অটোরিকশার ভাড়া

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৪:০৫

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা থেকে বাড়িয়ে সাত টাকা করা হচ্ছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

অটোরিকশা চার্জিং গ্যারেজ মালিক সমিতি এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। রবিবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে মহানগর অটোরিকশা চার্জিং গ্যারেজ মালিক সমিতির সভাপতি মাহতাব ইসলাম বাবু এসব তথ্য জানান।

বাবু বলেন, চলাচল শুরুর পর থেকে অটোরিকশার ভাড়া বাড়েনি। কিন্তু বিদ্যুতের দাম বেড়েছে কয়েক দফা। তাই আগের মূল্যে অটোরিকশা চার্জ দিয়ে গ্যারেজ মালিকদের কোনো লাভ হচ্ছে না। এজন্য চার্জিং মূল্য বৃদ্ধি করা হচ্ছে। ফলে বাড়ছে ভাড়াও।

বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও জানানো হবে বলে তিনি জানান।

অটোরিকশা চার্জিং গ্যারেজ মালিক সমিতি এই নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি তারা নিজেরাও অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেয়ার টাকা বৃদ্ধি করেছেন। এখন পর্যন্ত অটোরিকশার মালিকেরা গ্যারেজে ১৬০ টাকায় ব্যাটারিচার্জ করতে পারলেও এপ্রিলের প্রথম দিন থেকে তাদের গুণতে হবে ২০০ টাকা করে।

সংবাদ সম্মেলনে মহানগর অটোরিকশা চার্জিং গ্যারেজ মালিক সমিতি সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুমন আক্তার, পিয়ারুল ইসলাম পিন্টু, সদস্য মজিবুল ইসলাম মিলন, সাবদুল ইসলাম, শফিকুল ইসলাম সুমন, আয়েশা আক্তার, রাসেল আহমেদ, আরিফুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/আরআর/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :