সুন্দরগঞ্জ ও নাসিরনগর উপনির্বাচন নিয়ে জাপার ‘শঙ্কা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:৪৩ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৭:৪১

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জাতীয় পার্টি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা- সিইসির সঙ্গে দেখা করে এই শঙ্কার কথা জানিয়েছেন সংসদে প্রধান বিরোধী দলের নেতারা।

রবিবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারে নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আমাদের কী কী আশঙ্কা আছে তার একটি লিখিত কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি। আমরা শুনেছি, সুন্দরগঞ্জে বাইরের অনেক লোক ঢুকেছে, অনেক জেলা থেকে তারা এসেছে এবং তারা কেন্দ্র দখল করবে।’

‘এর আগের নির্বাচনগুলোতেও তারা এগুলো করে ব্যবধান রেখে জয়যুক্ত হয়েছে। এবারও তা করতে পারে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য ছায়েদুল হকের মৃত্যুতে ফাঁকা হয় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি। আর গাইবান্ধা-১ আসনটি ফাঁকা হয় সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে। দুটি আসনে উপনির্বাচনে ভোট হবে মঙ্গলবার। ‍দুটি আসনেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন জাতীয় পার্টির প্রার্থীরা। দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি-জামায়াত জোট ও সমমনারা এই দুটি উপ নির্বাচনও বর্জন করেছেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট করার জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। সিইসি আমাদের বলেছেন, তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন।’

জাতীয় পার্টির আশঙ্কার ব্যপারে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্র দখলের মতো পরিস্থিতি নেই। এ নির্বাচনে আমাদের যত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার সব নেয়া হয়েছে। আমরা কোনো আশঙ্কা করছি না।’

‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে সব সময় একটি আশঙ্কা থাকে। সেখানকার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা আমাদের নিশ্চিত করেছেন যে, নির্বাচন সুষ্ঠু হবে এবং এ জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা তারা নিয়েছেন।’

‘আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই, তবে যেহেতু জাতীয় পার্টি অভিযোগ করেছে, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১১মার্চ/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :