এটাই শেষ নয়: তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:৪৫ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৭:৪১

টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান তাড়া করে জয় পাওয়া কম কথা নয়। কিন্তু সেটি পেরেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে গতকাল শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নেয় টাইগাররা। এমন জয়ে বাংলাদেশের কেউ সেঞ্চুরি করেছে তা নয়। সকলের সম্মিলিত চেষ্টাতেই জয়টি এসেছে।

এই জয়ের পর টাইগার ওপেনার তামিম ইকবাল বলেছেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাস যোগাবে। এটি আমাদের অন্যতম সেরা জয়। কিন্তু একটি জয়ের মাধ্যমেই আমরা সবকিছু জয় করিনি। এতে আমাদের ২১৫ রান তাড়া করে জেতার আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এটাই শেষ নয়, শুরু মাত্র।’

তিনি আরও বলেন, ‘আমাদের পাওয়ার হিটার নেই। কিন্তু যখন সিঙ্গেল ও বাউন্ডারি প্রয়োজন ছিল তখন নিয়েছি। সৌম্য সরকারের ২৪ রান চোখে নাও পড়তে পারে। কিন্তু এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে স্ট্রাইক রোটেট করেছে। সঠিক সময়ে বাউন্ডারি মেরেছে। এই ম্যাচ জিততে আমরা মরিয়া ছিলাম। বিশেষ করে ঘরের মাঠে সর্বশেষ সিরিজের পর। এটি এমন একটি ফরম্যাট যাতে সবসময় আপনাকে নতুনত্ব নিয়ে হাজির হতে হবে।’

সিরিজের লিগ পর্বে বাংলাদেশ এখনও দুইটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ১৪ মার্চ ভারতের বিপক্ষে ও ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজে বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত তিন দলেরই পয়েন্ট সমান। সুতরাং, তিনটি দলেরই ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :