এটা কল্পনার বাইরে ছিল: মুশফিককে নিয়ে লিটন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ২০:৩৪

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে এক সাথে জ্বলে উঠেছিল বাংলাদেশ দল। ব্যাটিংয়ে যিনি নেমেছেন তিনিই ঝড় তুলেছেন। ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেন তামিম ইকবাল ও লিটন দাস। ২৯ বল খেলে ৪৭ রান করেন তামিম ইকবাল। আর ১৯ বল খেলে ৪৩ রান করেন লিটন দাস।

ম্যাচে বাংলাদেশ দলের জয়ের পেছেনে বড় ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। ৩৫ বলে ৭২ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। রবিবার হোটেল তাজসমুদ্রে গতকালের ম্যাচ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লিটন দান। এসময় মুশফিকুর রহিমের এই ইনিংসকে ব্যাখ্যা করতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি।

লিটন দাস বলেন, ‘আসলে তিনি যা করেছেন তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। আপনারা দেখেছেন, তিনি যেভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করেছেন এবং শেষ করে এসেছেন তা চমৎকার ছিল। এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল।’

নিদাহাস ট্রফিতে লিগ পর্বে বাংলাদেশ এখনও দুইটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ১৪ মার্চ ভারতের বিপক্ষে ও ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সিরিজে বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত তিন দলেরই পয়েন্ট সমান। সুতরাং, তিনটি দলেরই ফাইনালে খেলার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :