বিএনপি ক্ষমতায় এলে ঘর ছাড়া হতে হবে: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:০৯ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ২১:১৪

বিএনপি ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঘর ছাড়া হতে হবে বলে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাই আগামী নির্বাচনে জিততে সর্বশক্তি নিয়ে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ সমাবেশে তোফায়েল এসব কথা বলেন।

২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি কীভাবে অত্যাচার করেছে তা স্মরণ করিয়ে দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি ভোলায় আসলে তাকেও মিটিং করতে দেয়নি। আমার বাসায় ইটপাটকেল মেরেছে। বোরহানউদ্দিন গেলে রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়িতে গুলি মেরেছে।’

‘বিএনপি যদি আবার ক্ষমতায় আসে আপনারা ঘর ছাড়া হবেন। আবার আমাদের বিতারিত করবে। তাই শক্তি নিয়ে আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিকল্প নেই।

বিএনপি অত্যাচার করলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকে কিছুই করেনি বলেও জানান তোফায়েল। বলেন, ‘সব ঘটনা মানুষের মনে আছে। কিন্তু আমরা কোন প্রতিশোধ নেইনি। বিএনপি ভোলায় ভালো আছে।’

সদস্য সংগ্রহ সমাবেশটি এক পর্যায়ে জনসভায় রুপ নেয়। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশে যোগ দেয়।

বাণিজ্যমন্ত্রী বর্তমান সরকারের আমলে ভেদুরিয়া ইউনিয়নে সড়ক, সেতু কালভার্ট, স্কুলসহ বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন। বলেন, ‘ভোলা-বরিশাল সেতুর কাজ এ বছরের মধ্যেই উদ্বোধন করা হবে। এই সেতু হলে সড়ক পথে পাঁচ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে।’

ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে সদর উপজেলায় ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফায়েল।

ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :