বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ২২:১৭

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এটিএস অ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হন কমপক্ষে ১০ জন শ্রমিক।

পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, রবিবার সকাল থেকে ওই কারখানার চার হাজারেরও বেশি শ্রমিক কারখানার অভ্যন্তরে গত মাসের বেতন ভাতার দাবিতে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করার চেষ্টা করে। এসময় শিল্প-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং তাদের সড়ক থেকে সরে যেতে বলে। কিন্তু উত্তেজিত শ্রমিকরা দাবি আদায়ে কর্মসূচিতে অটল থাকলে পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ শুরু করে। এসময় শ্রমিকরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও শর্টগানের গুলি করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বেধড়ক লাঠিচার্জে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতলে ভর্তি করা হয়েছে।

(জাস্ট নিউজ/১১মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :