জঘন্য, সাব্বিরকে ধমক দিলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো, শ্রীলঙ্কা থেকে
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:৩০ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ২২:০৩
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে ব্যাট করেছেন লিটন ও মুশফিক, সেটা নাকি বিশ্বাসই হচ্ছে না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। তারা এভাবে ছ্ক্কা মারতে পারেন তা নাকি জানাই ছিল না তার। এ দুজনের ব্যাটিং দেখে বিস্মিত হয়েছেন বোর্ড প্রধান। চার দিনের শ্রীলঙ্কা সফর শেষে আজ রবিবার দুপুরে কলম্বো ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন।

লিটন মুশফিকের ব্যাটিংই শুধু নয়, তিনি মুগ্ধ তামিম সৌম্যের ব্যাটিংয়েও। পাপন বলছিলেন, ‘তামিম-সৌম্য যে এভাবে মারতে পারে, এটা আমাদের জানা ছিল। লিটনও যে মারতে পারে, আমার জানা ছিল না। মুশফিকের ব্যাপারটা তো না-ই না। সত্যি বলতে, মুশফিককে সবার সামনে কালকেও বলেছি, ‘তুমি যে এরকম মারতে পারো, আমি জানিই না!’

এ চারজনের ব্যাটিংয়ে অবিভূত বিসিবি প্রধান আরো বলেন, ‘লিটন যেভাবে খেলেছে, পুরো ম্যাচের সুরই বদলে দিয়েছে সে। তামিমের ওপর চাপ কমে গেছে। তামিম মারা শুরু করল, সৌম্য ধরে রাখল। মুশফিক এল, সৌম্য মারা শুরু করল। এই যে পরিকল্পনা, এটা ছিল দেখার মতো।’

তামিম, মুশফিক, সৌম্য ও লিটনকে প্রশংসায় ভাসালেও পাপন রাগ ঝেড়েছেন ২ রানে রান আউট হওয়া সাব্বিরের ওপর। সাব্বিরকে ধমক দিয়েছেন তা নিজেই জানালেন পাপন, ‘জঘন্য। সে তো ডাইভও দেয়নি। ওকে ওই সময় সিঙ্গেল নিতে কে বলল? কাল সবার সামনেই ওকে বলেছি, ওখানে সিঙ্গেল নিতে পাঠানো হয়নি তোমাকে। ছয় মারার খেলোয়াড় তো মিরাজ নয়। তোমাকে পাঠিয়েছি ছক্কা মারতে। তোমাকে মারতে হবে, ব্লক করেছ কেন? হয় মারবা, না হলে নাই! জিতে গেলে তো বেশি বলা যায় না!’

(ঢাকাটাইমস/১১মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :