বাগেরহাটে পুলিশ সদস্যদের পেটালো মাদক বিক্রেতারা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৫:১১

বাগেরহাটের মোল্লাহাটে প্রকাশ্যে দুই পুলিশ সদস্যকে পিটিয়েছে মাদক বিক্রেতারা। সোমবার সকাল সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতাল মোড়ে পুলিশকে পিটিয়ে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে পুলিশ বলছে, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারি উপপরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টেবল পুলক বিশ্বাস।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম এই প্রতিবেদককে বলেন, সকালে ৪-৫ জন যুবক হাসপাতাল মোড়ে ইয়াবা বিক্রি করছে এই গোপন খবরে থানার সহকারি উপপরিদর্শক রাসেল রানা ও কনস্টেবল পুলক বিশ্বাস তাদের ধরতে যান। এসময় মাদক বিক্রতারা পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পুলিশ বা স্থানীয়রা তাদের কাউকে চিনতে পারেনি। তাদের নাম পরিচয় সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১২ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :