নেইমারকে নিয়ে চিন্তিত রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৫:৩৭ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৫:২৯

কয়েকদিন পরে পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। এর আগেই ইনজুরিতে পড়ে দলের বাহিরে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমার। অপারেশনের পরে এখন তিনি নিজ শহরেই বিশ্রামে আছেন। তার সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে প্রায় দুই মাসেরও বেশি সময়। তাহলে পুরো ফিট হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন তো নেইমার? পুরো ব্রাজিল জুড়ে চিন্তার মেঘ! ফুটবল প্রেমীরাও উদ্বিগ্ন তার সুস্থতা নিয়ে।

নেইমারের এই অবস্থা নিয়ে ব্যথিত মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। কেননা ২০০২ বিশ্বকাপের আগে এমন সময় তারও এসেছিলো। তাই নেইমারকে নিয়ে খুব চিন্তিত এই তারকা।

নেইমারকে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য নিজের খেয়াল রাখার উপদেশ দেন রোনালদো। বিষয়ে তিনি বলেন,‘এই সময় তার মূলকাজ হলো, নিজের সুস্থতার দিকে খেয়াল দেয়া। তার উপর চাপ তৈরি করা কোন কিছুকে অবশ্যই তার ধারে-কাছে আসতে না দেয়া দেয়া উচিত।’

এছাড়াও নেইমারের সুস্থতা নিয়ে বেশ আশাবাদী রোনালদো। তিনি মনে করেন নেইমার বিশ্বকাপের আগেই খেলায় ফিরবেন এবং এবারের আসরে তার দল ভালো কিছু করবেন।

এই বিষয়ে রিয়াল তারকা বলেন,‘আমি নিশ্চিত, আমার চেয়েও সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই বিশ্বকাপে খেলবে।’

বিশ্বকাপের শুরুর আগমুহূর্তে ব্রাজিল তারকা নেইমারের এমন ইনজুরিকে দুর্ভাগ্য বলেও মনে করেন রোনালদো।

উল্লেখ্য, লিগ ওয়ানে মার্সাইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭তম মিনিটে ডান পায়ে চোটে পান পিএসজির তারকা। পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেলে তাকে অস্ত্রোপচার করানো হয়।

(ঢাকাটাইমস/১২ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :