ইউএস বাংলার কার্যালয়ের সামনে স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৮:৫৭ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৮:৫৫

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্বজন-পরিজন জড়ো হয়েছেন ইউএস বাংলার কর্পোরেট অফিসের সামনে। রাজধানীর বারিধারায় কেসরকারি বিমান সংস্থাটির কার্যালয় অবস্থিত। বিমানে থাকা যাত্রীদের স্বজনরা সোমবার বিকালে কার্যালয়টির সামনে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন।

এসময় দুর্ঘটনা পরবর্তী অবস্থা জানতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ উম্মে সালমার ভাই আবুল কালাম আজাদ ইউএস বাংলার অফিসে আসেন।

সাংবাদিকদের তিনি জানান, তিনদিনের দাপ্তরিক সফরে সোমবার ইউএস বাংলার বিমানে কাঠমান্ডু যান তার বোন। বিমান দুর্ঘটনার খবর শুনে তিনি এখানে আসছেন।

এসময় বোনকে জীবিত পাবেন কিনা শঙ্কা প্রকাশ করে আহাজারি করতে থাকেন। তার বোনের সঙ্গে একই বিমানে একই অফিসের কর্মকর্তা সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী ছিলেন বলেও জানান তিনি।

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার বিমানে পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দুই নারী কর্মকর্তা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জিইডির সদস্য ড. সামসুল আলম।

তিনি বলেন, তাদের ব্যাপারে খোঁজ-খবর রাখছি। কিন্তু নেপাল দূতাবাস এখন পর্যন্ত কিছুই জানাতে পারেনি।

সোমবার দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়। ফ্লাইটটিতে ৬৫ জন প্রাপ্তবয়স্ক, দুই শিশু এবং পাইলট ও চারজন ক্রু ছিলেন। তাদের মধ্যে ৩৩ জন বাংলাদেশি, ১ জন মালদ্বীপের নাগরিক, ১ জন চাইনিজ বাকিরা নেপালের যাত্রী। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

ঢাকাটাইমস/১২মার্চ/বিইউ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :