নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে র‌্যাগ-ডে উৎসব

কনবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ১৯:১১

ধবধবে সাদা টি-শার্ট। চারিদিকে রঙের ছোঁড়াছুঁড়ি দেখে মনে হচ্ছে যেন হলি খেলছে। রঙ-বেরঙ পরিচিত মুখগুলো। কাছের মানুষগুলোর লেখায় যেন ভরে গেছে সাদা টি-শার্টগুলো। মনে হয়, আজ যেন লেখালেখির লগ্ন এসেছে। কেউ লেখে যেখানে থাকিস ভাল থাকিস, আবার কেউ লেখে তোকে অনেক মিস করব, কেউ একজন লিখেছে, ‘তোর জন্য একটা ছেলে আজও ভীষণ একা’। বিদায় বেলা সেটা দেখে একা থাকার আর কি উপায় আছে! এই হচ্ছে র‌্যাগ ডে।

বান্ধবী কানে কানে একটি কথা বলব... একটু এদিকে আয়, আয় না! কোন কথা নয়, বরঙ কাছে আসার সঙ্গে সঙ্গে বান্ধবীকে আবীরের ছটায় রঙিন করে আনন্দে মেতে উঠল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন।

গল্পটা ৪৭ একরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫ম ব্যাচের।

আনন্দ, উচ্ছ্বাস, রঙ-রূপে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে সোমবার সকাল ১০টায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫ম ব্যাচ (২০১৩-২০১৪) শিক্ষাবর্ষ কেক কাটার পর র‌্যালির মাধ্যমে শিক্ষার্থীরা মেতে উঠল রঙ খেলায় মানে শিক্ষা সমাপনী দিবস র‌্যাগ-ডে তে। ক্যাম্পাসে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেসন নিয়ে দৌড়াদৌড়ি এভাবে পার হয় জীবনের সোনালি দিনগুলো। কখন যে সময় চলে যায় কেউ টেরই পায় না। চারটি বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে টুং টুং করে বেজে ওঠে বিদায়ের ঘণ্টা। শিক্ষাজীবনের সেই মধুময় দিনগুলো বিদায়ী শিক্ষার্থীর পিছু ডাকে। আর মধুময় দিনগুলোর স্মৃতি হৃদয়ের ফ্রেমে বেঁধে রাখতে, স্মরণীয় করে রাখতে আনন্দে, উচ্ছাসে রঙ-রুপে অপরূপ সাজে সজ্জিত হয়ে পালন করেন র‌্যাগ ডে।

নানা রঙের আবীরের ছোঁড়াছুঁড়িতে মলিন করে নিল তাদের এক বন্ধু আরেক বন্ধু-বান্ধবীকে। কাঁধে হাত রেখে নাচ-গানে আনন্দে বন্ধুত্বের এই সম্পর্ক বলে দিল এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সুখ, দুঃখ ও বর্ণিল গল্পের প্রতিফলন। সঙ্গে ছিল শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব। রাস্তার ধারে হতবাক করে শিক্ষার্থীরা রঙ ছুড়ে নেচে গেয়ে তৈরি করছে ফ্ল্যাশ মব। আবীরের ছটা আর বসন্তরের উজ্জ্বল রোদে পুরো ক্যাম্পাস যেন আজ রঙিন আর বর্ণিল। ক্যাম্পাসের জয় বাংলা চত্বর, লাইব্রেরি প্রাঙ্গণ, নতুন রাস্তা, আবাসিক হল কোন কিছুই বাদ পড়েনি এই আনন্দ থেকে।

মমিন, হাসান, রাসেল, ঝুমুর, আল-আমিন, ফাতেমা, মাসুদ,তূর্ণা, সুমি র‌্যাগ ডে নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আজ আমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, একদিক থেকে দিনটি আনন্দের আরেক দিক থেকে দিনটি বেদনার। মনে হয় এইতো সেদিন ভর্তি হলাম। টানা চার বছর একসঙ্গে একটা পরিবারের মতো ছিলাম, কিন্তু দেখতে দেখতে কেমন করে চার বছরের (বিবিএ) শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

এই বিভাগের সব খবর

শিরোনাম :