নেত্রকোণায় শিশু কন্যা হত্যায় বাবা ও মেয়ের যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ২৩:০১

নেত্রকোণায় দুর্গাপুরে পাঁচ বছরের এক কন্যা শিশু হত্যার দায়ে বাবা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং এই টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরো এক মাস কারাভোগের রায় দেয়া হয়েছে। একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেয় আদালত।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিতরা হচ্ছেন- উপজেলার পাবিয়াখালি গ্রামের মঙ্গল হোসেন ও রোকসানা পারভীন ওরফে খুকুমণি।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- একই গ্রামের মো আল-আমীন ও জিয়াউর রহমান জীবুর।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম প্রদীপ জানান, জমি বিরোধ নিয়ে একই গ্রামের মঙ্গল হোসেন ও সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর সকালে রোকসানার বাড়িতে সাইফুল ইসলামের মেয়ে তৃষামণি প্রাইভেট পড়তে এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী মঙ্গল হোসেন ও রোকসানা মিলে শিশুটিকে হত্যা করে বাড়ির পাশের রান্নাঘরের পেছনে ফেলে রাখে। পুলিশ ওই দিনই লাশ উদ্ধার করে। ঘটনার তিন দিনের মাথায় ২৭ সেপ্টেম্বর থানায় চারজনকে আসামি করে শিশুটির বাবা সাইফুল মামলা করেন।পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ এপ্রিল আদালতে চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয়।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :