বাঁচানো গেল না ক্যাপ্টেন আবিদকেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১২:২৫ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৮, ১১:২৮

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটির ক্যাপ্টেন আবিদ সুলতানকে বাঁচাতে পারলেন না চিকিৎসকরা।

নেপালের একটি হাসপাতালে মঙ্গলবার মারা যান আবিদ। সোমবার বিধ্বস্ত বিমান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেপালের নরভিক হাসপাতালে হাসপাতালে নেয়া হয়।

নেপালে বাংলাদেশে দূতাবাস এবং পরে ঢাকায় ইউএস বাংলা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বারিধারায় ইউএসবাংলার করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের ক্যাপ্টেন আবিদ তিনি বেঁচে ছিলেন। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি, তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন।’ গতকাল দুর্ঘটনার পরপরই বিমানটির কো-পাইলট পৃথুলা রশীদ নিহত হন।

সোমবার ১২ মার্চ দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়।

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দপ্তর। উদ্ধার করা হয় ১৯ আরোহীকে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ফ্লাইটটিতে বাংলাদেশের মোট ৩২ জন যাত্রী এবং চার জন ক্রু ছিলেন। দুই পাইলটের পাশাপাশি শারমীন আক্তার নাবিলা এবং তার সহকর্মীরও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

এই ফ্লাইটটিতে মোট ৩২ জন বাংলাদেশি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি আছেন ১৪ জন।

এদের মধ্যে আবিদ সুলতান মারা যাওয়ায় এখনও ১৩ জন বেঁচে আছেন। তবে কারা মারা গেছেন এবং কারা বেঁচে আছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এজেড/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :