বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে নেপালের কমিটি গঠন

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ১৩:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নেপাল। সোমবার রাতে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা থেকে ৭৮ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে নামার সময় ইউএস-বাংলার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের বিমানটি সোমবার দুপুরে বিধ্বস্ত হয়। এতে ফ্লাইটতে থাকা ৪৯ জন নিহত হয়।

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে গতরাতেই ছয় সদস্যের কমিটি গঠন করে নেপাল। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য বুদ্ধি খাদকা বিভিন্ন গণমাধ্যমকে জানান, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ইয়াজি প্রসাদ গৌতমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত কাজ শুরু করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশের বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: দ্যা হিমালয়ান টাইমস

ঢাকাটাইমস/১৩মার্চ/একে/এমআর