নেপালি যাত্রীদের জন্য উৎসর্গ পৃথুলার জীবন

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ১৩:৫৭ | আপডেট: ১৩ মার্চ ২০১৮, ১৫:৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার বিমানটির কো-পাইলট ছিলেন পৃথুলা রশিদ। বিধ্বস্ত হওয়ার পর তিনি ব্যস্ত হয়ে পড়ছিলেন বিমানটিতে থাকা নেপালি যাত্রীদের উদ্ধারে। তার চেষ্টায় প্রাণহানি থেকে বেঁচে যান যাত্রীদের বেশ কয়েকজন। কিন্তু নিজেকে বাঁচাতে পারেননি এই বাংলাদেশি নারী পাইলট।

সিকিম ম্যাসেঞ্জার নামে একটি ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘নেপালি নাগরিকদের বাঁচাতে গিয়ে বাংলাদেশি কন্যা তার নিজের জীবন উৎসর্গ করেছেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে কাঠমান্ডুতে এই বাংলাদেশি তরুণী পাইলট মারা গেছেন’।

বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার প্রথম নারী পাইলট ছিলেন পৃথুলা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে একটি প্রতিষ্ঠান থেকে বিমান পরিচালনার ওপর ডিগ্রি নিয়ে কো-পাইলট হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ঢাকাটাইমস/১৩মার্চ/একে/ডিএম