রোহিঙ্গা ইস্যুতে ‘সিরিয়াস’ জাতিসংঘ: আইনমন্ত্রী

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাদের আচরণ এবং তাদের অধিকারের বিষয়টি নিয়ে জাতিসংঘ অত্যন্ত সিরিয়াস বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে ঘণ্টা্ব্যাপী এই বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘আদামা দিয়েন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে পৃথিবী এখন আর চোখ বন্ধ করে থাকবে না। জাতিসংঘ চেষ্টা করবে সকলে মিলে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই চাপ সৃষ্টি করতে জাতিসংঘ যা কিছু করা দরকার তাই করবে।’

জাতিসংঘ যেভাবে মিয়ানমার ইস্যুতে কথা বলে সেভাবে মিয়ানমারের উপর তারা চাপ সৃষ্টি করে না- এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। তিনি (জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা) যখন এ দফায় ফিরে যাবেন তখন জাতিসংঘের তৎপরতা প্রমাণ করবে তারা কতটা সিরিয়াস।’  

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা তার (জাতিসংঘ দূত) সাথে বিস্তারিত কথা বলেছি। আদামা দিয়েন আমাকে স্পষ্ট বলেছেন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশ সেল্টার দিয়ে যে নিদর্শন দেখিয়ে যে উদাহরণ সৃষ্টি করেছেন তা অনুকরণীয় এবং প্রসংশনীয়।’

‘মিয়ানমার ইস্যুতে আমরা যে শান্তিপূর্ণ সমাধান চাই তা কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সাথে আলোচনায় প্রকাশ পেয়েছে। আমি এ বিষয়টা তার কাছে তুলে ধরেছি। আমরা মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিষয়ে সোচ্চার তা তার কাছে পরিস্কার করেছি।’

ঢাকাটাইমস/১৩মার্চ/এমএম/ডব্লিউবি