সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৮, ১৮:১১

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম ও যাত্রাবাড়ি গ্রামসহ একাধিক গ্রামে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের সদরপুর, নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়।

জানা গেছে, ওই ইউনিয়নের শাহিনুর রহমান তালুকদার ও বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকিরের গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়। সকাল হতেই দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল, সরকি, কাতরা, রামদা নিয়ে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়।

আহতরা হলেন- বিল্লাল ফকিরের সমর্থক মো. হাসান মাতুব্বর, মিজান ফকিরসহ আরও অজ্ঞাত পরিচয়ের পাঁচজন। শাহিন তালুকদারের সমর্থক নয়াকান্দি গ্রামের রিজু, রামচন্দ্রপুর গ্রামের রব মাতুব্বর ও শাহিদ, পূর্বকান্দি গ্রামের মো. সহিদসহ অজ্ঞাত ১৫ জন।

এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল ফকির জানান, গত সোমবার সংসদ উপনেতার একটি সমাবেশ ছিল। সমাবেশে আমার লোকজন আসার সময় তারা হামলা করে।

এ বিষয়ে শাহিনুর রহমান তালুকদারকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান, এখনও কোন পক্ষ থানায় মামলা করেনি। পরিবেশ শান্ত রাখার জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। আমরা হামলার সাথে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছি।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :