অরফানেজ মামলায় খালেদার জামিন আদেশ নিম্ন আদালতে

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ২০:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার  হাইকোর্টের জামিনের আদেশ মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে পৌঁছেছে।

হাইকোর্ট বিভাগের আদান-প্রদান শাখার অফিস সহায়ক তাজউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আদেশটি সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার ওমর ফারুক চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

তবে জামিন আদেশ পৌঁছালেও এদিন অফিস সময় শেষ হওয়ায় সাবেক এ প্রধানমন্ত্রীর জামিননামা দাখিল করতে পারেননি তার আইনজীবীরা।

আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ জানান, ‘জামিন আদেশ পৌঁছাতে অফিস আওয়ার শেষ হওয়ায় আমরা আজ জামিননামা দাখিল করতে পারিনি। যেহেতু উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ নেই তাই বুধবার আমরা ম্যাডামের (খালেদা জিয়া) জামিনামা দাখিল করব।’  

এর আগে গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে ওই সময়ের মধ্যে মামলাটির পেপারবুক প্রস্তুতেরও আদেশ দেয় আদালত।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ওই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দেন। ওই রায়ের অনুলিপি গত ১৯ ফেব্রুয়ারি পাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল দাখিল করেন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা।

মামলায় খালেদা জিয়ার বড় ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর করে কারাদ- দেয়া হয়। এ ছাড়া রায়ে আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়। তারা হলেন সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। তাদের মধ্যে তারেক রহমান, কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(ঢাকাটাইমস/১৩মার্চ/মোআ)