১৫ মার্চ হচ্ছে না শাহ-আরেফিন সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৮, ২০:৩৭

মার্চ মাসের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত স্বপ্নের সেতু শাহ-আরেফিন অদ্বৈত মৈত্রী সেতু। সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। ১৫ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা থাকলেও শেষ পর্যন্ত এ তারিখে উদ্বোধন করা হচ্ছে না। মার্চের শেষ দিকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

তাহিরপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী আলমগীর হোসেন জানান, ১৫ মার্চ থেকে সেতুর লে-আউটের কাজ চলমান ও রিগের কাজ চলবে। এ মাসের শেষের দিকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন হবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর উপর দেশের বৃহত্তর সেতু এলজিইডির নির্মাণাধীন ৭৫০মিটার দৈর্ঘ্যরে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে সেতু হতে যাচ্ছে এমন সংবাদ এলাকায় প্রকাশের পর আনন্দিত তাহিরপুর উপজেলাবাসী।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :