বেনাপোলে পাচারকারীসহ ৪০ জন আটক

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ২১:১৯

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলদেশে প্রবেশের পর মঙ্গলবার দুপুরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে পাচারকারীসহ ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদে জানা যায়- ভারত সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী-পুরুষ বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদ্যসরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে এক পাচারকারীসহ ৪০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করতে সক্ষম হয়।

আটকদের মধ্যে ১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। এসময়  ইসরাফ্রিল হোসেন নামে এক পাচারকারীকে আটক করা হয়।

আটকদের সকলের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)