বরগুনায় কলেজ অধ্যক্ষ কারাগারে

প্রকাশ | ১৩ মার্চ ২০১৮, ২১:৩২

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস

বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানকে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে আদালত। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

মামলার বাদী ইউসুফ মিয়ার পক্ষের আইনজীবী নাহিদ সুলতানা লাকি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ৭ এপ্রিল আমতলী ডিগ্রি কলেজ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হয়। ওই সময়ে কলেজ জাতীয়করণ হলেও শিক্ষক-কর্মচারী জাতীয়করণ হয়নি। শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণের কথা বলে ২০১৭ সালের শুরুতে অধ্যক্ষ মজিবুর রহমান তাদের কাছ থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকা চাঁদা উত্তোলন করেন। কিন্তু অধ্যক্ষ উত্তোলনকৃত টাকা দিয়ে কোন কাজ করেননি বলে অভিযোগ শিক্ষক-কর্মচারীদের।

তাদের অভিযোগ, অধ্যক্ষ এ টাকা আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় অভিযোগ এনে আমতলী সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ইউসুফ মিয়া বাদী হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)