সাতক্ষীরায় স্ত্রীকে খুনের পর থানায় স্বামীর আত্মসমর্পণ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৪:০৯ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ১২:০১

সাতক্ষীলারার কালিগঞ্জ উপজেলায় নাসিমা খাতুন নামে এক গহবধূকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী জালাল সানা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনটি ঘটে। বুধবার সকালে জালাল সানা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। নিহত গৃহবধূ নাসিমা খাতুন দুই মেয়ের মা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন। তাদের ৮ম শ্রেণি ও দশম শ্রেণি পড়ুয়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন।মানুষকে মারধরসহ অসংলগ্ন আচরণ করে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে গলা কেটে হত্যা করেন। সকালে থানায় আত্মসমর্পণ করেছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীলা সদর হাসপাতাল পাঠিয়েছে। জালাল সানাকে আটক করেছে।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :