রুবেলের হাত ধরে প্রথম শিকার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:৪৬ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ২০:১৮

অবশেষে ভারতের ওপেনিং জুটি ভাঙল বাংলাদেশ। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে শিখর ধাওয়ানকে বোল্ড করলেন রুবেল হোসেন। ২৭ বল কেলে ৩৫ রান করেছেন ধাওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭২ রান।

নিদাহাস ট্রফির ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশ আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে ভারতের বিপক্ষে ছয় ‍উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা। অন্যদিকে, লিগ পর্বে আজ ভারতের শেষ ম্যাচ। এর আগে তিন ম্যাচ খেলে তারা দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বসিয়ে একাদশে রাখা হয়েছে পেসার আবু হায়দার রনিকে। নিদাহাস ট্রফিতে এর আগে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের বোলিং পারফরম্যান্স যথাক্রমে ১/২৮ ও ১/৪০। অন্যদিকে, ভারত একাদশেও একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার জয়দেব উনাদকাতকে বসিয়ে পেসার মোহাম্মদ সিরাজকে একাদশে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :