উন্নয়নে সরকারের সহযোগী থাকবে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ২০:৪৪

মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার এই অঞ্চলে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে গর্বিত। আমরা এখানকার মানুষের স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে থাকব।

বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে বোমাং সার্কেল চিফ উচপ্রু এবং পরে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় রাষ্ট্রদূতের সাথে ইউএসএইডের বাংলাদেশের পরিচালক কার্নিয়া জারুসকিসহ ১০ সদস্যের প্রতিনিধি দলের সদস্য উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকালে দুদিনের সফরে আমেরিকার রাষ্ট্রদূত রাঙ্গামাটি থেকে বান্দরবানে এসে পৌঁছান। বান্দরবান পার্বত্য জেলায় ইউএসএইড’র অর্থায়নে পরিচালিত বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনের কথা রয়েছে তার।

সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, পিছিয়েপড়া বান্দরবানে ইউএসএইডের সাহায্য অব্যাহত রাখার পাশাপাশি আরো নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আমরা রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছি। তারা এ বিষয়ে আশ্বাসও দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :