বাংলাদেশকে ১৭৭ রানের টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২১:২১ | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ২১:১০

নিদাহাস ট্রফিতে আজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। ফলে, জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৭ রান।

ভারতীয় ওপেনার রোহিত শর্মা আজ ৬১ বল খেলে ৮৯ রান করেন। এই ইনিংস খেলার পথে তিনি পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার এটি ১৩তম হাফ সেঞ্চুরি। এছাড়া সুরেশ রায়না ৩০ বল খেলে করেন ৪৭ রান। ২৭ বল খেলে ৩৫ রান করেন শিখর ধাওয়ান। দুই বল খেলে দুই রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ২টি উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি ৭০ রানের পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে শিখর ধাওয়ানকে বোল্ড করেন রুবেল হোসেন। ২৭ বল কেলে ৩৫ রান করেন ধাওয়ান।

এরপর রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন সুরেশ রায়না। তারা দুজনে মিলে ১০২ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১৭২ রানে রুবেল হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন সুরেশ রায়না। ৩০ বল খেলে পাঁচটি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেন তিনি। ইনিংসের শেষ বলে রান আউট হন রোহিত শর্মা।

সিরিজে বাংলাদেশ আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে ভারতের বিপক্ষে ছয় ‍উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছিল টাইগাররা। অন্যদিকে, লিগ পর্বে আজ ভারতের শেষ ম্যাচ। এর আগে তিন ম্যাচ খেলে তারা দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ১৭৬/৩ (২০ ওভার)

(রোহিত শর্মা ৮৯, শিখর ধাওয়ান ৩৫, সুরেশ রায়না ৪৭, দিনেশ কার্তিক ২*; আবু হায়দার রনি ০/৪৩, নাজমুল ইসলাম অপু ০/২৭, রুবেল হোসেন ২/২৭, মোস্তাফিজুর রহমান ০/৩৮, মেহেদী হাসান মিরাজ ০/৩১, মাহমুদউল্লাহ রিয়াদ ০/৯)।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :