সহায়ক সরকারের স্বপ্ন পূরণ হবে না: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৮, ২১:৪৩

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা সহায়ক সরকার চায়- তাদের স্বপ্ন কখনও পূরণ হবে না। আগামী নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনে। নির্বাচন চলার সময়ে প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। তাই অতীতের মতো ব্যালট বাক্স কাড়াকাড়ির করে জেতার দিন শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।’

বুধবার সন্ধ্যায় ভোলা শহরের বাংলাস্কুল মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত কয়েক হাজার নতুন ও নবায়নকৃত সদস্যদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এটা নির্বাচনের বছর। জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ-নিরপেক্ষ, ক্ষমতাসীন সরকারের অধীনে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আশা করি, সব দল সে নির্বাচনে অংশ নেবে। বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, আবার যদি ভুল করে- তাহলে অস্তিত্ব সংকটে পড়বে তারা। কেউ যদি নির্বাচন না করে আমাদের কিছু করার নেই।’

বাণিজ্যমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। যার যাকে ভালো লাগবে, তিনি তাকে ভোট দেবেন- এটিই প্রত্যাশা। আমি কখনই আপনাদের কাছে ভোট চাই না। আমি ভোট চাই নৌকার জন্য।’

পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্যাহ নাজুর সভাপতিত্বে বক্তব্য দেন- ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :