‘বাংলাদেশ নয়, সেমিফাইনালে চাপে থাকবে শ্রীলঙ্কাই’

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো, শ্রীলঙ্কা থেকে
| আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৪৫ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ০৮:০৮

টানা তিন জয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ভারত। ১৮ মার্চের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ তার ফয়সালা কাল। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। এই সেমিফাইনাল যারা জিতবে ভারতের সঙ্গী তারাই।

যা হবার তা তো হয়েছেই। ১৭ রানে ভারতের কাছে হারের আফসোস তো আছে। কিন্তু বেশি ভেবে তো আর লাভ নেই। কালকের সেমিফাইনাল নিয়েই এখন ভাবনা বাংলাদেশের। প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ, ২১৪ রানের বিশাল টার্গেট নিয়েও। এই ম্যাচের প্রেরণা আছে টাইগারদের সামনে।

তবে মাহমুদিউল্লাহ রিয়াদ পেছনেও ফিরে তাকাতে চান না আর। নতুন ম্যাচ নতুন ভাবনা। নতুন গেম প্ল্যান। ম্যাচটা রূপ নিয়েছে নকআউটে। এধরনের ম্যাচে চাপ থাকে। তারপরেও খেলতে হবে গ্যালারি ভর্তি শ্রীলঙ্কান দর্শকদের সামনে। তবে এটাকে বরং শ্রীলঙ্কার জন্যই চাপ মনে করছেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিযাদ।

তিনি বলেছিলেন,‘ নতুন একটা ম্যাচ।নতুন দিন, তাই সবকিছুই নতুন হবে। আর চাপের কথা বললে হয়ত সেটা শ্রীলঙ্কাই অনুভব করবে। তাদের ঘরের মাঠ। তাদের দর্শক। প্রত্যাশা বেশি। আবার দর্শকের সমর্থন একটা শক্তিও। আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে।’

শিক্ষার তো শেষ নেই। ভারত ম্যাচের ভুলক্রুটি থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কাজে লাগাতে চান রিয়াদ। অধিনায়ক বলেন,‘এ ম্যাচে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। তবে সেসব নিয়ে বেশি ভাবলে বরং ক্ষতি হবে। যে জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারি এবং পরের ম্যাচে কাজে লাগাতে পারি, সেগুলো ভাবতে হবে।’

(ঢাকাটাইমস/১৫মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সেমি ফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :