সাভারে আগুনে পুড়লো ২০ ঘর, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:৩৬ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ১৭:৪৯

সাভারের হেমায়েতপুরে বসতবাড়িতে আগুনে আঁধাপাকা ২০ টিনশেড ঘরের মালামাল পুড়ে গেছে। এসময় মরিয়ম বেগম নামে এক নারী মারা গেছেন।আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরী সংলগ্ন মূসা মিয়ার মালিকানাধীন বসতবাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত গৃহবধূ মরিয়ম বেগম বাড়ি দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার সাউদগারী গ্রামে। তার স্বামীর নাম আব্দুর রশিদ।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতবাড়ির প্রায় বিশটি টিনশেড ঘর পুড়ে যায়। এসময় ভাড়াটিয়া মরিয়ম বেগমসহ ৬ জন ধোঁয়ায় অসুস্থ্য হয়ে পড়েন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। এদিকে আগুনে প্রায় বিশটি ঘরের সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় মানবেতর জীবন কাটাচেছন শ্রমিক পল্লীর হৃতদরিদ্ররা।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :