সাংবাদিকের ওপর হামলা: বরিশালে বিক্ষোভ অব্যাহত

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ১৯:২৯

বরিশালে কর্মরত ডিবিসির ক্যামেরাপার্সন সুমন হাসানকে বিনা কারণে অমানুষিক নির্যাতন করার প্রতিবাদে এবং অভিযুক্ত ডিবি পুলিশের আট সদস্যের বিরুদ্ধে কঠোর শাস্তিসহ চাকরিচ্যুত করার দাবিতে অব্যাহতভাবে বরিশালে বিক্ষোভ চলছে।

বরিশালের সাংবাদিক সংগঠন ও সর্বস্থরের সাংবাদিক সমাজ মানববন্ধনসহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় সদর রোডে মানববন্ধন পালিত হয়।

বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অভিযুক্ত ডিবি পুলিশদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, নির্যাতনের ঘটনায় ডিবি কনস্টেবল মাসুদুল হক সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার রুনা লায়লাসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :