আমাদের আরো উন্নতি করতে হবে: ওয়ালশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ১৯:৩৫

ক্রিকেটে বর্তমানে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। একের পর এক হেরেই যাচ্ছে দল। গতকাল ভারতের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হেরে গিয়েছে টাইগাররা। নিদাহাস ট্রফিতে আগামীকাল ‘ডু অর ডাই’ ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে টাইগাররা।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, ছেলেরা মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। কিন্তু আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে।

কোর্টনি ওয়ালশ বলেন, ‘আগামীকালের ম্যাচটি সেমিফাইনাল। ফাইনালে উঠতে হলে দুই দলেরই জয় প্রয়োজন। সুতরাং, ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট এখন পর্যন্ত দারুণ হয়েছে। আমরা মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি। এ কারণেই আমাদের সামনে ফাইনালে উঠার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের যতটুকু উন্নতি করা দরকার ততটুকু হয়নি। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আশা করছি, আগামীকালের ম্যাচটি দারুণ হবে।’

এই সিরিজে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ একটিতে জয় পেয়েছে। শ্রীলঙ্কাও তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। অন্যদিকে, ভারত চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে ফাইনালে উঠেছে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

(ঢাকাটাইমস/১৫ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :