হাথুরুকে চিন্তায় ফেলে দিয়েছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো, শ্রীলঙ্কা থেকে
| আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২০:১০ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ২০:০৮

শুধু হাথুরু নন, মনে হচ্ছে পুরো শ্রীলঙ্কাই চিন্তিত। চিন্তিত, সাকিব শুক্রবারের ‘ডু অর ডাই’ ম্যাচে দলের সঙ্গে যোগ দিযেছেন বলে। প্রেমাদাসার আউটডোর নেটে আজ দীর্ঘ সময় অনুশীলন করেছে শ্রীলঙ্কা। সেই প্র্যাকটিস কাভার করছিলেন শ্রীলঙ্কান এক সাংবাদিক। আমাকে দেখেই ডাক দিলেন। জানতে চাইলেন, সাকিব নাকি কাল খেলছে? তাকে ভারি উদ্বিগ্ন দেখাচ্ছিলো!

এর ঘণ্টা খানেক পর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসলেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। খবরটা তার কানেও পৌঁছে গেছে। সাকিব একা মানে দুজন ভালো মানের ক্রিকেটারের সমান। সাকিব ফিরছেন জেনে ভিতরে ভিতরে চিন্তিত হাথুরু নিজেও। তাকে পরিবর্তন করতে হচ্ছে গেম প্ল্যান। তার কথাতেই সেটা স্পষ্ট।

সাকিব ফিরছে অসহায়ের মতো মেনে নেওয়া ছাড়া কী করার আছে তার? সেটাই যেন বললেন শ্রীলঙ্কান কোচ, ‘এ ব্যাপারে আমাদের তো করার তেমন কিছুই নেই। সাকিব দারুণ ক্রিকেটার। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সাকিব খেলবে এটাই ধরে নিয়েছি। আর সে খেললে অবশ্যই বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা। তখন তারা আলাদা কম্বিনেশনে খেলতে পারবে। একজন বাড়তি ব্যাটসম্যান অথবা বোলার খেলাতে পারবে। সাকিব খেললে তাদের এটা বাড়তি সুবিধা। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে চিন্তা করছি। কীভাবে তার চার ওভার বোলিং সামাল দেওয়া যায় এবং তাকে ব্যাটিংয়ে কিভাবে আটকাটো যায়।’

সাকিব ফিরছেন। কেউ কেউ বলছেন পুরো ফিট না হলেও সাকিবকে খেলানো হবে। কারণ দলে সাকিবের অভাব প্রকট হয়ে উঠেছে। তাই সাকিবকে ফেরানোর মরিয়া চেষ্টা। এ প্রসঙ্গে হাথুরুর কথা হলো, ‘আমি বলব, সাকিব যথেষ্ট ফিট হলে এটা অবশ্যই মরিয়া চেষ্টা নয়। হয়ত ওদের ভাগ্য ভালো, এই সময়ে সাকিব ফিট হয়ে উঠেছে। অবশ্য ফিট না হয়ে থাকলে আর তাকে ট্রেনিংয়ের আগেই ফেরানো হলে তাহলে এটা মরিয়া প্রচেষ্টাই বলতে হবে। আসল ব্যাপার কি জানি না।’

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। হয়তো হাথুরুসিংহের কারণেই। দুই দলই ম্যাচটা যে করেই হোক জিততে চাচ্ছে। এর অংশ হিসেবেই সাকিবকে উড়িয়ে আনা হয়েছে হঠাৎ করে। যাতে করে চাপে থাকে শ্রীলঙ্কা। এ ব্যাপারটাও বলছেন কেউ কেউ। এটা একটা মনস্তাত্ত্বিক গেমও হতে পারে।

তবে হাথুরুসিংহের কথা, ‘দেখেন, এই দুই দলের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াইয়ের তেমন কিছু আছে বলে আমার মনে হয় না। কারও হাতে কোনো ট্রাম্প কার্ড আছে বলে আমার জানা নাই যে, সেটা দিয়ে চমকে দেওয়া যায়। একটা কথাই বলছি, ফিট হওয়ার আগেই সাকিবকে আনা হলে সেটি মরিয়া পদক্ষেপ। আর সে ফিট হলে, তাদের জন্য বাড়তি সুবিধা। কেননা সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। সবাই জানে যে, সে কতটা ভালো খেলোয়াড়।’

(ঢাকাটাইমস/১৫ মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :