বেরোবিতে শোক-স্বাক্ষর কর্মসূচি

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ২০:৫৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিতার্কিকদের সংগঠন ‘বিতর্ক চর্চা কেন্দ্রে’র আয়োজনে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশি উড়োজাহাজ ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক-স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেবদারু রোডে সকাল ১০টা থেকে শুরু করে এ কর্মসূচি চলে বিকাল ৫টা পর্যন্ত।

এর আগে বিতর্ক চর্চা কেন্দ্রের সকল সদস্যরা কালো ব্যাচ ধারণ করেন। এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ স্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করে বিমান দুর্ঘটনায় সকল নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।

প্রসঙ্গত, গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়। স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমান দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :