লালমনিরহাটে তিন জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ২২:৪১

জেলার কালীগঞ্জ উপজেলায় জুয়া খেলার অপরাধে তিন যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের রুহুল আমিন, একই জেলার আদিতমারী উপজেলার জামাইটারী এলাকার শাহীন মিয়া ও কুড়িগ্রাম সদর উপজেলার সওদাগর পাড়ার শামীম মিয়া।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ জানান, বান্দেরকুড়া গ্রামের কালীকুড়ায় চৈত্র মাস উপলক্ষে আয়োজিত মেলায় কয়েকজন জুয়া খেলছিল। খবর পেয়ে পুলিশ মেলায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ওই তিন জুয়াড়ি যুবককে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সাজাপ্রাপ্তদের বিকালেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :