রাষ্ট্রীয় শোকদিবসেও হুঁশ নেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০১৮, ২২:৫৫ | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৮, ২২:৫৫

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের জন্য বুধবারই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে আদেশ জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শোক দিবসে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

কিন্তু সারাদেশেই শোক পালন করা হলেও গাজীপুরের শ্রীপুর বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র ছিল ভিন্ন। কিছু কিছু প্রতিষ্ঠান পতাকা অর্ধনমিত রাখলেও কিছু কিছু প্রতিষ্ঠান নির্দেশনা মানেননি।

বেলা সাড়ে ১১টায় তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টিতে কোন জাতীয় পতাকার অস্তিত্ব নেই। শ্রী হরিদাসের আবির্ভাবের কারণে বিদ্যালয়টি বন্ধ।

এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন জানান, বিদ্যালয় বন্ধ থাকায় তিনি আসেননি- তবে দপ্তরির পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা ছিল। কি কারণে পতাকা উঠানো হয়নি এ বিষয়ে খোঁজ নেব।

একইভাবে পতাকা উঠানো হলেও অর্ধনমিত রাখা হয়নি সাইটালিয়া দাখিল মাদ্রসায়। তবে মাদ্রাসার সুপার নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার যে শোক ছিল- এটা তার স্মরণে ছিল না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বলেন, সরকারের একদিনের রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে গতকালেই প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যদি নির্দেশনা না মেনে থাকে, তাহলে তাদের শোকজ করা হবে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :