শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০৯:০৪ | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ০৮:৪৯

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এই নিয়ে টানা সাত ম্যাচে হারলো লঙ্কানরা। বাংলাদেশ দলের হয়ে জোড়া গোল করেন রোমান সরকার।

ওমানের কাবোস ক্রীড়া কমপ্লেক্সে বৃহস্পতিবার ম্যাচের ৩৪তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তারপরে ৪৯তম মিনিটে রোমান সরকারের গোলে সমতায় ফিরে বাংলাদেশ। তারঠিক দুই মিনিট পরে বল জালে পাঠিয়ে বাংলাদেশের স্বস্তি কেড়ে নিল শ্রীলঙ্কা। পেনাল্টি স্ট্রোক থেকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন রানাসিংহা।

শেষ কোয়ার্টারে দুই দলের মধ্যেকার ১-২ ব্যবধান বেশ জঁমজমাট হয়ে উঠে। সেই মুহূর্তে, ৫২তম মিনিটে সুযোগ আসে বাংলাদেশের। সুযোগ কাজে লাগিয়ে, ম্যাচ সমতায় ফেরান প্রথম গোল করা রোমান। পেনাল্টি কর্নার থেকে সুযোগ পেয়ে গোলটি করেন তিনি।

শেষের দিখে জয় সূচক গোলটি করেন মিলন সরকার। ৫৮তম মিনিটে মিলন সরকার ফিল্ড গোল করে দলকে জয় উপহার দেন।

বাছাই পর্বের ফাইনালে রোমানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। বাংলাদেশের মত রোমানরাও টানা অপরাজিত থেকে বাচাই পর্বের ফাইনালে উঠে।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :