কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১০:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম মাঝি নামে একজন নিহত হয়েছেন, যিনি জলদস্যু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার চরবালুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মাঝি চরএলাহী ইউনিয়নের চরআমজাদ গ্রামের ছেরাজুল হক প্রকাশ ছেরাজ কামলার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, চট্টগ্রামের সন্দীপ, উরিরচর, কোম্পানীগঞ্জের চরএলাহী, চরবালুয়া’সহ পাশ্ববর্তী এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের নাম ছিল ইব্রাহিম মাঝি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ’সহ বিভিন্ন ঘটনায় চট্টগ্রাম, সন্দ্বিপ, মহেশখালি, ফেনী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :