খালেদার ‘ন্যায়বিচারের’ আশা ক্ষীণ দেখছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৮, ১৩:৪৭
ফাইল ছবি

বেগম খালেদা জিয়া উচ্চ আদালতে ‘ন্যায়বিচার’ পাবেন বলে মনে করছেন না বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন যেন জামিন না পান, সে জন্য সরকারি চক্রান্ত চলছে বলেও মনে করেন তিনি।

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব এ কথা বলেন। এ সময় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদনের সমালোচনা করেন।

গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের হাইকোর্টে বেঞ্চ। পরদিন এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং দুর্নীতি দমন কমিশন। পরে চেম্বার বিচারপতি আবেদনটি পাঠান আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।

বুধবার দুদকের আইনজীবীর আবেদনে শুনানি রবিবার পর্যন্ত স্থগিত রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জামিনের আদেশও সেদিন পর্যন্ত স্থগিত থাকবে। আর বৃহস্পতিবার খালেদার জামিন ঠেকাতে আপিলের আবেদন(লিভ টু আপিল) করেছে দুদক।

রিজভী পুরো ঘটনাটিকে দেখছেন উচ্চ আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসেবে। তিনি বলেন, ‘যেভাবে আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে ন্যয়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ হয়ে পড়ছে। বেগম খালেদা জিয়ার মামলায় সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারি চক্রান্ত লক্ষ্য করছে বাংলাদেশের প্রতিটি মানুষ।’

দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ‘সম্পূর্ণ নির্দোষ’ খালেদা জিয়াকে কারাবন্দী করেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

বিনেপির বিরুদ্ধে দুদক ‘বেপরোয়া দমন’ চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল এটাই প্রমাণ করে যে বিরোধী দলকে দমনের এখন প্রধান হাতিয়ার দুদক।’

‘বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেল, সরকারি ব্যাংক লুট হয়ে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, সেসব নিয়ে দুদক টুঁ-শব্দ করছে না। অথচ নির্দোষ খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করার জন্য তাদের চেষ্টার অন্ত নেই।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমেরও কঠোর সমালোচনা করেন রিজভী। বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ লাভ করেন।...খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীদের সারাজীবন কারাগারে রাখতে অ্যাটর্নি জেনারেলের প্রচেষ্টার অন্ত নেই। তিনি রাষ্ট্রের আইনজীবী নন, তিনি প্রধানমন্ত্রীর আইনজীবী।’

ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন কারাগারে নয়, হাসপাতালে মারা গেছেন বলে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারীর মন্তব্যকে মিথ্যাচার বলেন বিএনপি নেতা। বলেন, ‘হাসপাতালে মিলনের মৃত্যু হয়েছে, এটা সত্য নয়। তিনি রিমান্ডে নির্যাতনের পর কারাগারেই বিনা চিকিৎসায় মারা গেছেন।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ মার্চ বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে না বলেও জানান রিজভী। আগামী ৭ এপ্রিল সমাবেশের নতুন দিন নির্ধারণ করেছে বিএনপি।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এএকে/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :